
ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় আহলে সুন্নাত ওয়াল জামাআত‘র উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ফেব্রুয়ারী) উপজেলার কবাখালি বাজারে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত উপজেলা শাখার (অস্থায়ী) অফিস উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. মো: আকতার উদ্দিন মামুন।
উপজেলা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত‘র সভাপতি মাওলানা মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম এর সঞ্চালায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আকতার উদ্দিন মামুন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবু তাহের আনসারী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর উপদেষ্টা মো মাহবুবুল আলম, কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মুহাম্মদ আজিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: শাহ জাহান সিরাজী প্রমূখ।
অফিস উদ্বোধন কালে এ্যাড. মো: আকতার উদ্দিন মামুন বলেন, সমাজের দায়িত্বশীল ব্যাক্তিদের পিছনে সমালোচনা না করে ভাল কাজের জন্য সহযোগীতা করতে হবে। মহান নবী হযরত মুহাম্মদ (স.) সুন্নাত ও আকীদা মনে প্রানে ধারন করে এবং মুখে প্রকাশ করতে হবে, শুধু সুন্নী দাবী করলে হবে না পরিবারে ও সমাজে সুন্নাতের আকীদার নিয়ম মত কাজ করতে হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply