দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালার ১ নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাদ্দন নাথ জনির বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মধ্য বোয়ালখালী বাজারের ব্যবসায়ী মো. রাকিব হোসেন জানান, তার পার্শ্ববর্তী দোকানদার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাদ্দন নাথ জনি গতকাল (১০ ডিসেম্বর) রাতে তাকে বেধড়ক মারধর করে দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। এবিষয়ে মধ্য বোয়ালখালী বাজার পরিচালনা কমিটিকে অবহিত করলে তারা সুবিচারের আশ্বাস দেন৷
অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাদ্দন নাথ জনি মারধরের বিষয়টি স্বীকার করলেও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন৷
এ বিষয়ে মধ্য বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ চক্রবর্তী বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আমরা বাজার পরিচালনা কমিটি সহ বাদী ও বিবাদীকে নিয়ে বসবো৷
অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান নেই৷ অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy