প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৩:৫১ পি.এম
দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়জন ব্যবসায়ীকে ৯হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
১৩ অক্টোবর (বুধবার) বেলা ১২টায় উপজেলার থানাবাজার ও বোয়ালখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা। এ সময় তিনি মূল্য তালিকা ও পণ্যের গায়ে মেয়াদের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর আওতায় ৬ জন ব্যবসায়ীকে ৬টি মামলায় ৯হাজার ৫শ টাকা জরিমানা করেন।
তিনি বলেন, দীঘিনালা উপজেলার সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি। আমাদের এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy