প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২১, ১২:২৮ পি.এম
দীঘিনালায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দীঘিনালা লারমা স্কয়ারে এমএন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শ্রদ্ধাঞ্জলী শেষে শোকর্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা উপজেলার সভাপতি মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা,কেন্দ্রীয় সদস্য প্রশান্ত চাকমা,জেএসএস নেতা সুমীর চাকমাসহ সংগঠনটি জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় বক্তারা বলেন, পাহাড়ের জুম্ম জাতির অধিকার আদায়ে মানবেন্দ্র নারায়ণ লারমা আমৃত্যু আন্দোলন করে গিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রেঘাতকরা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করলেও তার আদর্শকে ম্লান করতে পারেনি। জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এছাড়া সন্ধ্যায় মানবেন্দ্র নারায়ণ লারমাসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয় ।
উল্লেখ্য , ১৯৮৩ সালে ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তৎকালীন শান্তিবাহিনীর প্রতিপক্ষের হামলায় নিহত হয মানবেন্দ্র নারায়ণ লারমা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy