প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২১, ৩:৫০ পি.এম
দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় কোভিট-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে দীঘিনালা উপজেলা শহীদ মিনারে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
এরপর বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা লীগ, দীঘিনালা থানা, ২১ আনসার ব্যাটলিয়ন, মানবাধিকার কমিশন, বিএনপি, জাতীয় পার্টি, ইউপিডিএফ (গনতান্ত্রিক), বিদ্যুৎ অফিস, প্রাথমিক শিক্ষক সমিতি সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ শহীদ বেদীতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন নানা শ্রেণি পেশার মানুষ৷
সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে শহীদ বেদীতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সীমা দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা (কালাধন) প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy