
ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন করা হয়েছে।
রবিবার (৭মার্চ) সকালে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মনির ফরাজি, আবদুল বারেক প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply