ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধিঃ
আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালার ৩টি ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী সহ সর্বমোট ১৯ জন প্রার্থী নিজেরা উপস্থিত হয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন৷
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মেরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নৌকার বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রহমান কবির রতন ও কবাখালী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যান চাকমা স্ব শরীরে উপস্থিত হয়ে স্ব স্ব রিটার্নিং অফিসার কাছে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এছাড়াও ৩ ইউনিয়নে ২ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ১৫ জন সাধারণ ওয়ার্ড সদস্য তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের বলেন, ৩ ইউপিতে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৫ জন সহ সর্বমোট ১৯ জন প্রার্থী নিজেরা উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে৷
ইদ্রিছ আলী,
দীঘিনালা খাগড়াছড়ির
০১৮৫৮৪৮৯৫৭৪
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy