প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:১৩ এ.এম
দীর্ঘ বিরতির পর ক্লাস করতে পেরে খুশি চরফ্যাসনের শিক্ষার্থীরা
নাদিম হোসেন খান, চরফ্যাশন প্রতিনিধি:
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমায় সারাদেশে একযোগে প্রায় আঠারো মাস পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে। আর এতোদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের,এ যেন ঈদের আমেজ।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) চরফ্যাশন সরকারি কলেজ,নিলিমা জ্যাকব কলেজ, বেগম রহিমা কলেজ সব সকল স্কুল ও কলেজের পাশাপাশি চরফ্যাশন সরকারি টি-ব্যারেট মাধ্যমিক বিদ্যালায়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের আমেজ সৃষ্টি হয়েছে। ইনামুল হাসান ইকরাম, বিজয়, মাইসা, বলেন, আজ প্রথমদিন ক্লাস করতে পেরে খুবই খুশি।
প্রধান শিক্ষক মোঃ তানবির আহম্মাদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে স্যানিটাইজ এবং থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস রুমে প্রবেশ করানোর পাশাপাশি আজ প্রথম দিন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy