নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবং যাচাই বাছাই শেষে অনুষ্ঠিত সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর ১৯ জন উপদেষ্টা ও ৯৪ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনার ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দল প্রধান শেখ হাসিনার সাক্ষরিত অনুমোদিত এ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন দলের দূরসময়ের ত্যাগী নেতাকর্মীরাই।
এর আগে দীর্ঘ কয়েক বছরপর গত ২০২০ সালের ১০ ডিসেম্বর জয়পুরহাট স্টেডিয়াম মাঠে বিশাশ পরিসরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনাসহ জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট কে সভাপতি ও জাকির হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন তিনি।
ওই ৯ মাস আগে সম্মেলনের পর গত রবিবার (১৯ সেপ্টেম্বর) দল প্রধান শেখ সাক্ষরিত জয়পুরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের এক বিশেষ সূূত্রে জানা যায়,গত জুলাই মাসে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সমন্বয়ে একটি প্রস্তাবিত কমিটি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় আওয়ামী লীগে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে। উক্ত প্রস্তাবিত কমিটির বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনা নিজেই যাচাই-বাছাই করে দলের ত্যাগী তৃণমূল পর্যায়ের পরীক্ষিত তরুণ যুবক ও প্রকৃত আওয়ামী পরিবারের সন্তানদের রেখেই জয়পুরহাট জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুমোদন দেন।
নতুন ধারার এ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সহ-সভাপতি পদে মোল্লা সামছুল আলম, এস.এম সোলায়মান আলী, এ্যাড.মোমিন আহম্মেদ চৌধুরী,এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল,গোলাম হাক্কানী, লুতফে আকবর চৌধুরী রাজা, সানোয়ার হোসেন, আব্দুল বারী, মহসীন আলী, জাহেদুল আলম বেনু,মোকছেদ আলী মাস্টার।
যুগ্ম-সাধারণ পদ পেয়েছেন মীর রেজাউল করিম, গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এবং আইন বিষয়ক সম্পাদক গোলাম মোকারম চৌধুরী জুয়েল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌহীদুল ইসলাম বেল্লাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাক কবীর তুহিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হাসান হিমু,দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান টিটো, ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক প্রভাষক মাসুদ রেজা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা সুলতানা মলি।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন মন্টু, যুব ও ক্রিড়া সম্পাদক এ্যাড.এম এ হাই, শিক্ষা ও মানব সম্পদ বিষযক সম্পাদক আলমগীর কবির অভ্র, শিল্প ব্যাণিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোজ্জামেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না,প্রভাষক সুমন কুমার সাহা,আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী রনি, কোষাধ্যক্ষ ফরহাদ আকন্দ পম্পী ।
সদ্য অনুমোদন কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু-এমপি,হাফিজুর রহমান ডিলার,মহির উদ্দিন মন্ডল,তাইফুল ইসলাম তালুকদার,মহবুবুর রহমান টুকু, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এ্যাড.ফিরোজা চৌধুরী,মাহমুদা সুলতানা রিনা,শাম্মীম সাজ,বাবু নন্দলাল পার্শি, বাবু শেখর মজুমদার,এ্যাড. সুফিয়ান, আবু সাঈদ আল মাহমুদ চন্দন, হাদু আল মামুন চপল, ঝর্ণা বেগম, জাকারিয়া ফারহাদিবা চৌধুরী তিথি, রফিকুল ইসলাম রফিক,খ ম আব্দুর রহমান রনি, রাবেয়া খাতুন, কুমকুম বেগম, গোলাম মোস্তফা, মাজারুল ইসলাম লিটন, কুদ্দুস ফকির,আরিফ হোসেন লিটন, আজিজার রহমান, খোরশেদ আলম সৈকত, সিরাজুল ইসলাম, এ্যাড.বকুল চন্দ্র মন্ডল, আব্দুর রাজ্জাক, এ্যাড. মানিক হোসেন,এ্যাড.আবু নাছিম, শামীমুল ইমাম।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দল প্রধান শেখ হাসিনার যাচাই বাছাই কৃত জয়পুরহাট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত পরিশ্রমী ও ইউনিয়ন পর্যায়ের তৃনমূল নেতাকর্মীদের পদে রাখায় তৃণমূল পর্যায়ের বঞ্চিত নেতাকর্মীরা পুনরায় আশার আলো দেখছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..