প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৩:৩৩ পি.এম
দুই কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের ৪০ প্যাকেট জাল ব্যান্ড রোল জব্দ!
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
রংপুরে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর।
এ ঘটনায় একটি গাড়িসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কাস্টমসের বিভাগীয় কর্মকতা সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মে) রাতে বগুড়া থেকে রংপুরগামী মাইক্রোবাসে রংপুরের চায়না মোড় নামক স্থানে ২ জনকে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. মনতাজুর রহমান ও মো. সিরাজুল ইসলাম। তাদের বহনকারী জব্দ করা গাড়ির নম্বর ঢাকা মেট্রো- চ-১১-৮৫৬৭
আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরসহ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy