প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২১, ১২:০২ এ.এম
দুই চাচাতো ভাইসহ আপন চাচীকে বিয়ে করলেন আ’লীগ নেতা
শহিদুল ইসলাম সোহেলঃ
দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক অতঃপর আপন চাচার দুই সন্তানসহ স্কুল শিক্ষিকা চাচী রহিমা আক্তার রুমাকে (৩৫) বিয়ে করলেন ভাতিজা শরিফুল ইসলাম। টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আলোচিত ভাতিজা শরিফুল বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে নিজের স্ত্রী সন্তান থাকতেও চাচার কাছ থেকে চাচীকে ভাগিয়ে নিয়ে দুই সন্তানসহ বিয়ে করার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামের রাইজ উদ্দিনের ছেলে ইমান আলীর সাথে নলুয়া মোল্লাপাড়া গ্রামের আমির মোল্লার মেয়ে রহিমা আক্তার রুমার(৩৫) বিয়ে হয়।
বিয়ের কয়েক বছর পরই ভাসুরের ছেলে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রহিমা।এর ফলে দিনদিন রহিমা ও তার স্বামী ইমান আলীর সাথে দূরত্ব সৃষ্টি হতে থাকে।এর এক পর্যায়ে বিষয়টি সারা গ্রামে ছড়িয়ে পড়লে শরিফকে এ পথ থেকে ফেরাতে তার পরিবার ২০১৭ সালে বাসাইলের ময়থা গ্রামের বিয়ে করান। এতেও শরীফ আর রহিমা সম্পর্ক থেমে থাকেনি।অবশেষে ২০১৯ সালে চাচীকে দিয়ে ফুসলিয়ে চাচাকে ডিভোর্জ করান শরিফুল।
শেষমেশ দুই পরিবারের সমঝোতায় গত সপ্তাহে বিয়ের মাধ্যমে ভাতিজা ও চাচীর দেড় যুগের পরকীয়ার অবসান ঘটলো।
ঘটনা জানতে চাচী রহিমা ও তার ভাই আনোয়ার মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা উভয়ই বিয়ে হওয়ার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম জানান, শরিফুল ও রহিমার পরিবারের মধ্যে সমঝোতা হয়।পরে দুই পরিবারের সমঝোতার মাধ্যমেই এই বিয়ে সম্পন্ন করা হয়েছে এবং শরিফের বর্তমান স্ত্রীও বিষয়টি মেনে নিয়েছে।
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন,নিজের স্ত্রী সন্তান থাকার পরও সমাজে নেতৃত্বদানকারী ব্যক্তি হয়ে শরিফুল ইসলামের পরিপন্থী এমন একটি কাজ করা ঠিক হয়নি।
এবিষয়ে রহিমার পূর্বের স্বামী ইমান আলী বলেন,শরিফ আমার ভাতিজা হয়ে আমার সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে।সে আমার সন্তান দুটোকেও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি ওই লম্পটের বিচার চাই।
চাচীকে বিয়ের বিষয়টি স্বীকার করে শরিফুল ইসলাম বলেন, লকডাউন থাকায় বিয়ের দাওয়াত দিতে পারি নাই। আপনাদের অচিরেই দাওয়াতের ব্যবস্থা করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy