নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মীরসরাইয়ে লরির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় ঘাতক লরি চালককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ।
সোমবার (১৫ মার্চ) দিনগত রাত ভোর ৫টার সময় ওই চালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চালকের নাম আলী আক্কাস।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে লরি চালক আলী আক্কাস পলাতক ছিল। পুলিশ বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লরিচালক চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অবস্থান করছে। পরে রোববার দিনগত রাত ভোর ৫টার সময় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ১৩ তারিখ সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রসংগীতশিল্পী নিহত হন। নিহতরা হলেন- পার্থপ্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। তারা দু’জনই একটি ব্যান্ড দলের সদস্য।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, গতরাত ভোর ৫টার সময় ঘাতক লরিচালক আলী আক্কাসকে নগরীর আকবার শাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৫ মার্চ) তাকে কোর্টে প্রেরণ করা হবে।
Leave a Reply