নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে আত্মমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। নানিয়ারচর জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নানিয়ারচর জোন (১০ বীর) এর আওতায় রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
এর আগে সকাল থেকে ক্যাপ্টেন মোঃ আসিফ খান (বিএসএস) এর নেতৃত্বে এলাকার শিশু, নারী ও বয়ষ্কদের মাঝে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। বিকাল পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবার আওতায় এলাকার ১২০জন স্থানীয়কে চিকিৎসা দেওয়া হয়।
সুবিধাভোগী নির্মল কান্তি চাকমা জানায়, দুর্গম এই ইউনিয়নে বাড়ির পাশে উন্নত চিকিৎসা সেবা পেয়ে আমি অনেক খুশি। বাংলাদেশ সেনাবাহিনী'র এই চিকিৎসা সেবা অব্যাহত থাকলে পাহাড়ি এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy