নিরেন দাস,জয়পুরহাট:-
১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌর্কার মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী কে বিজয়ী করার লক্ষে বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্বে,নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস.এস কামাল হোসেন বিএনপির বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে তার বক্তব্যে বলেন গুম খুন দুর্নীতিবাজদের প্রতীকই হচ্ছে ধানের শীষ তাই ধানের শীষ প্রতীককে বর্জন করে ১৪ এ ফেব্রুয়ারি আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌর্কা মার্কার ভোট চেয়ে বক্তব্য রাখেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এ্যাডঃ নিপেন্দ্রনাথ মণ্ডল-(পিপি),উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মোঃ শহীদুল আলম চৌধুরী,ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল,ক্ষেতলাল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাঃসম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মিঠু,পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন প্রমুখ।