নিজস্ব প্রতিবেদক: বেড়েই চলেছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এজন্য সরকারের নানা দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক টুইটবার্তায় এমন অভিযোগ করে তিনি।
মির্জা ফখরুল বলেন, করোনা মহামারীকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।
তিনি জানান, ২০১৯ এ পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সঙ্কট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা, ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy