ডেস্কঃ
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো-কে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ক্রয়ে ৬০ মিলিয়ন ডলার দুর্নীতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ওবাদিয়াহ মোয়ো’র গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার একাধিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। গ্রেপ্তারের পর মোয়ো-কে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। আজ শনিবার (২০ জুন) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। আফ্রিকান সংবাদ মাধ্যম সিজিটিএন জানাচ্ছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪৫ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুইয়ান স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে এই অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার উল্লেখ করেছে রয়টার্স। ইতিমধ্যে ওই চুক্তি বাতিল করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। এছাড়া, গ্রেপ্তার করা হয় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও।প্রসঙ্গত, ড্রাক্স ইন্টারন্যাশনাল কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, বরং সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান। এরপরও তাদের স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন মোয়ো। জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি এ চুক্তি স্বাক্ষর করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy