প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ৪:৫৩ পি.এম
দূর্গম চরাঞ্চলের বানভাসিদের কুড়িগ্রাম পুলিশ সুপারের ত্রাণ বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকায় ২০০ জন বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।
রোববার (২৬ জুন) বিকেলে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত হাতিয়া ইউনিয়নের গুজিমারীর চর ও হাতিয়া মাঝিপাড়া গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়।
পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। বানভাসিদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা, সহকারী পুলিশ সুপার(রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিকুর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন, এসআই মশিউর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy