আসসালামুয়ালাইকুম পর সিলেট জেলা ও সদর উপজেলা শাহ পরান থানা আওয়াতা ভুক্ত খাদিম নগর মৌজার সরকারী খাস খতিয়ানের জায়গা রয়েছে ১১৪২,১১৫৫দাগ সহ আরো অনেক দাগ সরকারী খাস খতিয়ানের জায়গা রয়েছে এতে পাহাড় বন টিলা কেটে উজাড় করে দিতেছে এরা সবাই মিলে আন্দোলন করে বাট বরটন করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা দায়ের করে তাদের ফায়দা হাসিল করতে রহিয়াছেন মুলত এইগুলো খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে খাদিম নগর টিগাডেন মালিক আফজাল হোসেন চৌধুরী লিজ নিয়ে আসেন ২০১২ সালে শেষ সময় ২০৩২সাল পর্যন্ত কিন্তু সিরাজ মিয়া দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে বেসা কিনা করতে রহিয়াছেন মুলত এইগুলো খাস খতিয়ানের জায়গা রয়েছে ৩ নং উপজাতি কুলি বস্তি এলাকা কিন্তু সিরাজ মিয়া পুতুল মিয়া মিত সাহাবুদ্দিন মিয়া দেওয়ান আল মামুন খসরু মিয়া সহ আরো অনেক জরিত রয়েছে এতে সিরাজ নগর বানিয়ে দখল ইস্টাম মাধ্যমে বেসা কিনা করতে রহিয়াছেন এবিসয়ে জেলা প্রশাসক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসিলেনট থসিল অবগত আছেন কিন্তু খাদিম নগর খাদিম টিগাডেন মেনেজার আতিকুর রহমান এ বিষয়ে অবগত আছেন কিন্তু উনি দেখে না দেখার ভান করে আছেন কারণ উনি জরিত রয়েছে তাই ভুমি মন্ত্রী মহোদয় বরাবর আবেদন করিতেছি যে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জন্য বিনীত অনুরোধ করছি প্রচারে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন