তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইনক সভাপতি ডাক্তার ফেরদৌস খন্দকারের সার্বিক সহযোগিতায় এবং শেখ রাসেল ফাউন্ডেশন দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আয়োজনে রোববার (২১আগষ্ট) সকালে দেবীদ্বার নিউমার্কেট বাসষ্টেশনে একটি নাটিকার মাধ্যমে (২১আগষ্ট ২০০৪) সালে ঘটে যাওয়া গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সচেতন নাগরিকগন উপস্থিত থেকে নাটিকা পরিদর্শন করেন। ভয়াবহ হামলার ১৯ তম বার্ষিকী পার হলেও হামলায় সংশ্লিষ্ট অনেকেই বিচারের বাইরে রয়ে গেছেন আজো। উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলে অতি দ্রুত এ নারকীয় হামলার বিচারের দাবি তুলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় দলের নেতাকর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শত নেতাকর্মী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy