প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ৭:৩৭ পি.এম
দেশীয় অস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের বাসাইলে ৩টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে তোফাজ্জল শিকদার (৫৬)। এসময় ৩টি দেশীয় অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে,বাসাইলে ৬ গ্রাম হেরোইনসহ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- উপজেলার আইসড়া গ্রামের নয়া মিয়ার ছেলে ময়নাল হোসেন ওরফে মেম্বার। এসময় ৬ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাসাইলে পৃথক অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ৩টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জল শিকদারে নামে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাল হোসেন মেম্বারের নামে বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy