কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ সকালে ভারতের অসমের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা র গাড়ি যখন, ৩৭,নম্বার, জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছে ছিলেন ঠিক তখনই নওগাঁর থেকে গুরগাঁও রাস্তাটি প্রায়, ১৫,মিনিট, এর জন্য গাড়ি ঘড়া চল চল বন্ধ করে দেয় ডি সি ট্রাফিক নওগাঁ। তখন সেই যানজটের মধ্যে পড়ে যায় এম্বুলেন্স। অগত্যা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা র গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে থাকেন। এবং সামনে পড়ে যায় নওগাঁ র ডি সি ট্রাফিক। সাথে সাথে ডাক করেন এবং বলেন যে এই রাস্তা দিয়ে ভারতের কোন রাজা ও মহারাজা যাচ্ছেন তার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে। এমন ঘটনা দ্বিতীয় বার যেন না হয় তার আমলে। অসমের মুখ্যমন্ত্রী বলেন কোন মানুষের কস্ট দিয়ে রাস্তা জ্যাম করে রাখার কোন প্রশ্ন নেই। তিনি একজন ভারতীয় নাগরিক সকলের চলাফেরার সমান অধিকার আছে। পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে বলে সরকারি কাজে চলে যান। পরে ধীরে ধীরে রাস্তার যানবাহন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।।
Piece of writing writing is also a excitement, if you be familiar with after that you can write or else it is complex to write.