মানিকগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি বুধবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ এম নাঈমুর রহমান দুর্জয় আরো বলেন, মানিকগঞ্জের শিবালয়ে অর্থনৈতিক জোন ও হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে অর্থনৈতিক জোন ও হাইটেক পার্ক নির্মাণের কাজের অনুমোদন দিয়েছেন জাতীয় একনেক কমিটি। করোনার ভ্যাকসিন আবিস্কার শেখ হাসিনা সর্ব প্রথম বাংলাদেশে আনার ব্যাবস্থা করছেন। এখনও করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক তায়েবুর রহমান টিপু, আমিরুল ইসলাম মট্টু, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোেকেট আজিজুল হক, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, যুবলীগের সদস্য মনিরুল ইসলাম খান মনি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, জেলা আ’লীগের সদস্য ফরিদ আহম্মেদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস মাহমুদ আকাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাসুদ হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠের নেতাকর্মীরা।