নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ ২১.০৯ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালানসহ ৩মাদক কারবারী আটক। কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে বিজিবি'র (৩৪ বিজিবি) কর্তৃক অভিযানে.।
অদ্য ২৬এপ্রিল ভোরে (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ উখিয়ার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় অভিযানে ক্রিস্টাল মেথ আইসের চালানসহ ইয়াবা গডফাদার রুজরুছ মিঞা ও তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটকৃত হলো রুজুরুছ মিঞা (৫১),মোঃ ইসমাইল (২৩), ছৈয়দুল বাশার (৪০)।
অদ্য ২৬ এপ্রিল রাত ০০:৩০টায় বিজিবি'র রামু সেক্টরের সেক্টর কমান্ডার এবং (৩৪ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপি’র একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার-২০ এর ৮০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউপি'র দক্ষিণ রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।গোপন সংবাদে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে।
উত্তর তথ্যের ভিত্তিতে কারবারিকে আটক করে।
ভোর সাড়ে ৪টায় ৬-৭জন মাদক পাচারকারী মায়ানমার সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে কারবারীরা ২টিবস্তা মাটিতে ফেলে দ্রুত পালালোর চেষ্টাকালে মাদক পাচারকারী চক্রের ৩সদস্যকে আটক করে। পাচারকারীদের ফেলে দেয়া বস্তা তল্লাশী করে ২১কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন, ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy