প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৭:০৭ পি.এম
দেশে আর মুজিববাদ ফিরে আসবে না- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
ফরিদপুর প্রতিনিধিঃ
''ফ্যাসিবাদী ব্যবস্থার চির বিদায়, নতুন রাজনৈতিক দর্শন বিনির্মাণ'' এবং ‘প্রোক্লামেশন অফ জুলাই রেগুলেশন'' এর জন-আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে,(৬ জানুয়ারি) সোমবার বিকালে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক হাসনাত আব্দুল্লাহ,জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসিবুল ইসলাম হাসিব, আরিফ সোহেল, আশরেফা প্রমুখ, সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সোহেল রানা।
জাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহসিন হাসান দ্বীন, মাহমুদুল হাসান ওয়ালিদ, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিন, শাহ্ মোঃ আরাফাত প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় ফরিদপুরে বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী গোষ্ঠীর পালিত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে। এই সকল সশস্ত্র হামলার সাথে জড়িত অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো অনেকে আমাদের হুমকি দিয়ে বেড়াচ্ছে। আন্দোলনে আহত অনেকে পারিবারিক কারণে থানায় মামলা করতে পারেনি। প্রশাসনের কাছে অনুরোধ, আন্দোলনের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। বক্তারা আরোও বলেন, এই দেশে আর মুজিববাদ ফিরে আসবে না।
সমাবেশ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিল করে সমাবেশস্থলে যোগ দেয়। এরপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফরিদপুরের ৮ জন শহীদ পরিবারের সাথে দেখা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy