দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল বুধবার পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৯৮৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ১ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৮৪২ পরিবারের মাঝে ১ লাখ ৯৮ হাজার ২৩৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এসব পরিবারের উপকারভোগী লোক সংখ্যা ৭ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৬৩৭ জন।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১২৫ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৮ কোটি ৩০ লাখ ৭৮ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৪ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ১ লাখ ১২ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৪ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ২০ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ৮৫৯ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy