মোঃ জুবাইর
দৈনিক সূর্যোদয়ে সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ফটিকছড়ি হতে অপহৃত কিশোরী’কে চট্টগ্রাম শহরের জিইসি মোড় এলাকায় উদ্ধার করেছে র্যাব-৭। এরিসাথে অপহরণের মূল হোতা মিনহাজুল আলম রাহী ১ সহযোগীসহ ষকশপগ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত ১০ আগস্ট দৈনিক সূর্যোদয় পত্রিকায় ফটিকছড়িতে পূজোর ফুল তুলতে গিয়ে নিখোঁজ হিন্দু কিশোরী শিরোনামে কিশোরী সংবাদটি প্রকাশিত হয়।
অপহৃত কিশোরী ১৭ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী কিশোরী সে স্থানীয় একটি স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
জানা যায়, অপহৃত কিশোরীর সাথে বখাটে মিনহাজুল আলম রাহী (১৯) এর মোবাইল ফোনে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পরিবার আসামী মিনহাজুল আলম রাহীর পরিবারকে অবগত করেন। এতে মিনহাজুল আলম রাহী ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর পিতা-মাতাকে হুমকি দেয় যে, সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।
পরবর্তীতে গত ৯ আগস্ট সকাল সাড়ে ৬ টায় ভিকটিম পূজার ফুল তুলার জন্য তার বসত ঘরের পিছনে ফুল বাগানে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা মিনহাজুল আলম রাহী ও তার ৩ জন সহযোগী কিশোরীকে অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহরণের পর কিশোরীর মা বাদী হয়ে ১০ আগস্ট ফটিকছড়ি থানায় মিনহাজুল আলম রাহী’কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপরহণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৭/৩০।
একই সাথে মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের জন্য কিশোরীর মা র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
পরবর্তী সময়ে অভিযোগের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে।
নজরধারীর এক পর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে অপহরণ মামলার প্রধান আসামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন জিইসি মোড় এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে ১১ আগস্ট অপহরণের মূল হোতা মিনহাজুল আলম রাহী (১৯) ও তার সহযোগী মিরাজুল আলম (৩৩) কে গ্রেফতার করে। অপহৃত কিশোরীকে সেই সময় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy