প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১:৪৫ এ.এম
দৈনিক সূর্যোদয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর” জয়পুরহাটে নিষিদ্ধ পপি চাষ, বিপুল পরিমাণ ফল ও গাছ জব্দসহ ৫ জন আটক
নিরেন দাস,জয়পুরহাটঃ-
ধান, আলু, শরিষা বা অন্য কোন ফসল নয়, এবার জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বনখুর মাঠে চাষ হয়েছে নিষিদ্ধ ফসল আফিম,হিরোইন মাদক তৈরির মূল উপাদান পপি ফুলের চাষ। তরকারির সুস্বাদু উপাদেয় পোস্তদানা মসলার জন্য যে পপি চাষ তা না জেনেই এক জনের চাষে উদ্বুদ্ধু হয়েছেন অনেক কৃষকই। এ ভাবেই জেলায় বিস্তার লাভ করছিল নিষিদ্ধ পপি চাষের। যা গত শনিবার (০৬ এ মার্চ) জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার অনলাইন সাইটে ও রবিবার (৭-ই মার্চ) ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সূর্যোদয় প্রিন্ট পত্রিকার প্রথম পাতায়" জয়পুরহাটে নিষিদ্ধ পপির আবাদে ঝুঁকছেন কৃষকরা" এ শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে নিষিদ্ধ পপি চাষের বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচরে এলে জয়পুরহাট জেলা কৃষি বিভাগের তথ্যে এই পপি চাষ ফসলকে নিষিদ্ধ বলে ঘোষিত করলে রবিবার দুপুরে জয়পুরহাট-র্যাব ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে পৈরানাপুল বনখুর মাঠে আবাদি পপি ক্ষেতে অভিযান চালিয়ে পপি ক্ষেত গুলো কেটে তা জব্দসহ মোট ৫ জন নিষিদ্ধ পপি চাষকারী কৃষককে আটক করে জয়পুরহাট র্যাব-৫।
আটককৃত হলেন- জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের প্রয়াত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মন্ডলের ছেলে নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের প্রয়াত কুমুন্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সাংবাদিকদের জানান, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বনখুর গ্রামে তরকারির সুস্বাদু উপাদেয় মসলা ভেবে আফিম জাতিয় নেশার আবাদ পপি চাষ শুরু হয় ৩ বছর আগে । অল্প খরচে পপি চাষ করে অধিক টাকা লাভ হওয়ায় বর্তমানে এ ফসলের চাষ বেড়েছে প্রায় ৭ বিঘা। এই গ্রামে বর্তমানে মরণ নেশা আফিমের কাঁচামাল হিসেবে এই পপি চাষ করেছেন ৫ জন কৃষক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে পপি ক্ষেতগুলো কেটে সেগুলো জব্দ করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা।
তিনি আরো জানান, ওই ৭ বিঘা জমিতে ৪ লাখ ২৩ হাজার ৫ শত গাছে ১৬ লাখ ৯৭ হাজার পিস পপি ফল ক্ষেত থেকে কেটে তা র্যাব হেফাজতে নেওয়া পর সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ৫ জন কৃষককে আটক করা হয়েছে।
পরে আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা সহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক।
আলোচিত এবিষয়ে জয়পুরহাট জেলা কৃষি বিভাগের উপ-পরিচালকের মুঠোফোন ০১৭১১-১৯৩২৯৭ এ নম্বরে জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি কল দিয়ে জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy