দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(৭ই মার্চ) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফ মোর্শেদ মিশু সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:আবু সালেহীন খান,উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আম্বিয়া আহমেদ,উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান,জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সফর আলী,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ দোয়ারাবাজার উপজেলা সহ সকল সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার পর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy