প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২১, ৪:৪৪ এ.এম
দোহাজারী পৌরসভায়২৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকার গ্রামের আমূল পরিবর্তন এনেছে।
গ্রাম হবে শহর এ লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দোহাজারী পৌরসভায় চলতি অর্থবছরে ১দফায় ১০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এ প্রকল্পগুলো শেষ হলে দোহাজারীর পৌরসভাটি আধুনিক পৌরসভায় রূপ নেবে।
গত ২৯ আগষ্ট বিকালে দোহাজারী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা লক্ষে দোহাজারী সদরস্থ মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু সড়কের ফলক উন্মোচনের মধ্য দিয়ে ২৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
১০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে ২৩ টি প্রকল্পের মধ্যে রয়েছে আরসিসি সড়ক,আরসিসি ড্রেন, এইচবিবি সড়ক, কার্পেটিং সড়ক,ব্রিক সলিন,কালভার্ট নির্মাণ,কসাইখানা ও বাজার শেড নির্মাণ। এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন,থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার, আ.লীগ নেতা যথাক্রমে কেন্দ্রীয় আ.লীগের ক্রীড়া উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী, বাবর আলী ইনু, আবদুস শুক্কুর,বশির উদ্দীন মুরাদ,নবাব আলী,মনছুর আলী ফয়সাল,
লোকমান হাকিম,সাবেক মেম্বার জামাল উদ্দীন,শাহ আলম,নাজিম উদ্দীন, এরশাদুর রহমান সুমন,যুবলীগ নেতা সাইফুল ইসলাম শিপন,জাহাঙ্গীর আলম,ওসমান আলী ভুট্টু,ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী, ইফতেখারুল হক মাহিন,দেলোয়ার হোসেন,আবদুর রহমান,কাফি চৌধুরী।
এ সকল প্রকল্প উদ্বোধনকালে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy