প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর দ্বিতীয় দেশ সেরা উপজেলা চেয়ারম্যান মনোনীত হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক শিক্ষা পদক প্রদান ২০২২ এর তালিকায় তিনি উপজেলা চেযারম্যান ক্যাটাগরিতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি কুষ্টিয়া জেলা এবং ঐ বছর অক্টোবরে খুলনা বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মনোনীত হন।২০১৯ সালে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যন নির্বাচিত হন এজাজ আহমেদ মামুন ।এরপর শুরু হয় করোনা মহামারি।নিজের সুরক্ষাকে তুচ্ছ করে তিনি উপজেলাবাসীর স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েন।সুরক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা,নগদ সহায়তা সহ বিভিন্নভাবে উপজেলাবাসীর পাশে দাড়ান।এক পর্যায়ে তিনি নিজেও করোনাক্রান্ত হন।
৬৬২ বর্গ কিলোমিটার ভ’-খন্ডের প্রায় ৬ লক্ষাধিক জনসংখ্যার আশা-ভরসা বা আস্থার প্রতীক হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।সম্প্রতি তার উদ্যোগে দৌলতপুরবাসীকে সচেতন করার লক্ষ্য নিয়ে বাল্য বিয়ে নিরোধ,মাদকের অপব্যবহার রোধ,সড়ক নিরাপত্তা নিশিচত সহ নানা বিষয়ে রোড‘শো অনুষ্ঠিত হয়।যা উপজেলাবাসীর মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।
প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্ত হবার পর থেকে উপজেলার ২১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষান মান উন্নয়ন, ও প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। এলক্ষ্যে দুরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিব›িদ্ধ শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিড্ ডে মিল, স্কুল ড্রেস এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করে শিক্ষাথী ঝরে পড়া রোধে সফলতা দেখিয়েছেন। সম্প্রতি তিনি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য তার প্রয়াত বাবার নামে ‘আফাজ উদ্দিন আহমেদ“ শিক্ষা বৃত্তি চালু করে প্রতিযোগীতামুলক মেধা যাচাইয়ের দ্বার উন্মোচন করেছেন।
তিনি প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার জন্য আকস্মিক বিদ্যালয় সমুহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্কাউটিং সরঞ্জাম, ফুটবল, ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।যার ফলে, শিক্ষা সংশ্লিষ্টরা উপজেলা পরিষদের চেয়ারম্যন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন কে আলোর ‘বাতিঘর“ হিসাবে আখ্যায়িত করেছেন।
জানতে চাইলে এজাজ আহমেদ মামুন জানান, বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসাবে প্রাথমিক শিক্ষা পদক তালিকায় দেশ সেরা দ্বিতীয় হবার ফলে,তার দায়িত্ব আরো বেড়ে গেল বলে তিনি জানিয়েছেন।