প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ১:২৪ এ.এম
দ্বিতীয় পর্যায়ে আক্কেলপুরে নতুন ঘর পেল ১০ পরিবার

দ্বিতীয় পর্যায়ে আক্কেলপুরে নতুন ঘর পেল ১০ পরিবার
মীর আতিক,আক্কেলপুর,উপজেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয়
পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমির দলিলাদিসহ ১০ টি নতুন ঘর। প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে গৃহ নিমার্ণ কাজ সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২০ জুন) সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এদিনেই অসহায় ভূমিহীন পরিবারের মাঝে স্বপ্নের ঘরের যাবতীয় দলিলাদি হাতে তুলে দেন। পরে আক্কেলপুর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পটির ১০ জন উপকারভোগীর মাঝে এসব বাড়ির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আক্কেলপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সলাম আকন্দ,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক,উপজেলা আওমী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লবসহ উপজেলার ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা।
ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন যে ১০ টি পরিবার তাদের চোখে-মুখে ছিলো খুশির ঝিলিক তারা সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০ টি পরিবারের মধ্যে ভূমিহীন“শারিরীক প্রতিবন্ধী আব্দুল জলিল (৫২) নামে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার দুই পা প্যারালাইজড রোগী। সে দীর্ঘ ১০ বছর যাবৎ হুইল চেয়ারে চলাফেরা করছেন। এক সময় পারিবারিক অবস্থা ভালো ছিল কিন্তু হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হবার পর চিকিৎসা করাতে গিয়ে তার সহায় সম্বল সব বিক্রি করে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। তার স্ত্রী ঢাকাতে গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তিনিও অসুস্থ হয়ে যাবার পর তারা ঢাকা ছেড়ে এলাকায় চলে আসেন এবং মানুষের বাড়ীতে আশ্রিত হয়ে জীবন নির্বাহ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর পেয়ে প্রতিবন্ধী জলিল তার অনুভূতি জানাতে গিয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন। স্বপ্নের ঘর পেয়ে তিনি কান্না ভেজা কন্ঠে জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, আল্লাহ তুমি শেখের বেটি শেখ হাসিনা'কে দীর্ঘজীবী করো। তার হাত দিয়ে অসহায় মানুষের সেবা করার আরও সুযোগ করে দাও।
নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, বিশ্বের ইতিহাসে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার এটিই সবচেয়ে বড় কর্মসূচি। এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান প্রত্যেক পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্থ করে ঐ জমির উপর ঘর তৈরি করা হয়েছে।
প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা এবং এতে রয়েছে ২০ ফুট প্রস্থের ঘর। যাতে রয়েছে দু’টি কক্ষ, একটি রান্নাঘর,একটি টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ একটি পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করার জন্য সকল প্রকার সুবিধাদী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy