ফারহানা বি হেনাঃ
হবিগঞ্জের নবীগঞ্জে শ্বশুরবাড়ির পাশের বাগানে আব্দুল সামাদ নামে ৩০ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সারং বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল সামাদ কালাভরপুর গ্রামের আকলাছ মিয়ার ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে নিয়ে চট্টগ্রামে থাকতেন।
পুলিশ জানায়, সম্প্রতি বাবার বাড়িতে চলে এসে আব্দুল সামাদের বিরুদ্ধে মামলা করেন দ্বিতীয় স্ত্রী সালমা। এরপর সোমবার কাউকে কিছু না জানিয়ে চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়িতে চলে আসেন আব্দুল সামাদ। তবে এলাকার কারো সঙ্গে তার দেখা হয়নি। মঙ্গলবার ভোরে দ্বিতীয় স্ত্রীর ঘরের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখেন প্রতিবেশীরা।
তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান বলেন, আব্দুল সামাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy