রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর রহিমা খাতুন নামে ১০ বছরের এক শিশুর মরদেহ পাওয়া গেছে।
প্রতিবেশীর বাড়ির ঘরে খাটের নিচ থেকে মাটিচাপা অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুরের বালুয়া মাসুমপুর গ্রামে।
Surjodoy.com
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সাড়ে বারোটার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।
ওসি জানান, শিশু রহিমা খাতুন বুধবার (২৬ মে) সন্ধ্যায় চিপস কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর তার খোঁজ মেলেনি।
The Daily surjodoy
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। ঘটনার একদিন পর আজ বৃহস্পতিবার ভোরে শিশুটির প্রতিবেশী শাহিন মিয়ার ঘরে মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী।
পরে সন্দেহের জেরে সেখানে গিয়ে মাটি সরাতেই শিশুটির হাত দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
The Daily surjodoy
দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান বলেন, সন্দেহ করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হতে পারে। চিৎকারে ধরা পড়ার ভয়ে শিশুটিকে হত্যার পর ঘরের খাটের নিচে মাটিচাপা অবস্থায় মরদেহটি লুকিং রাখা হয়।
The Daily surjodoy
তিনি আরও বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy