যশোর প্রতিনিধি:দেশব্যাপী নারী ও শিশুর প্রতি অব্যাহত সহিংসতা, হত্যা, নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ বন্ধ এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।
সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। পরে মিছিল সহকারে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন যশোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে সংঘটিত নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা, নির্যাতন বন্ধে অবিলম্বে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের অর্থাৎ ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং তা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে হবে।
একই সঙ্গে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের সামগ্রিক নিরাপত্তা বিধানে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy