
মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে মোবাইল ফোনে সেই ধর্ষণের ভিডিও ধারন করে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুনিরুল ইসলাম (২২) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
বখাটে যুবকের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আবু তাহেরর ছেলে।
এঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার বাদী হয়ে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পাঁচবিবি থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
থানায় মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার কাঁকড়া পিংলু গ্রামে তাঁর নানার বাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করত ওই স্কুলছাত্রী । এদিকে ওই গ্রামের ফজলুর রহমান বখাটে যুবকের ভগ্নিপতির বাড়ি হওয়ায় প্রতিনিয়ত সেখানে যাতায়েত করত। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে ২০২০ সালের ২৬ শে নভেম্বর দুপুরে বখাটে ওই যুবক তাঁর ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারন করে।
পরবর্তীতে ওই বখাটে ভিডিওটি তাঁর বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দিলে তা জানতে পারে ওই স্কুলছাত্রীর পরিবার। মেয়ের সঙ্গে এমন আচরণ ও এলাকায় মানসন্মান ক্ষূন্ন হওয়ায় থানায় এসে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,ঘটনার সত্যতা পাওয়া গেছে আটকের পরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply