নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিন দিনে ৩ ইউনিয়নের তিনটি এলাকা ধলেশ্বরীর পানিতে ডুবে গেছে।এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় এক হাজার পরিবার। এরমধ্যে দুটি পাকা ও একটি আধাপাকা বাড়ি ভেঙ্গে গেছে।
এসব এলাকায় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করলেও এখনো কোন ত্রাণ বিতরণ করেননি।
কাশিপুর, এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়নের তিনটি এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার রাত থেকে ধলেশ্বরী নদীর পানি বেড়ে বাড়িঘরে পানি উঠতে থাকে।
তিনদিনে এ পানি বেড়ে ৩ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকার বিধবা লাকির একতলা পাকা ভবন ধসে পড়ে গেছে।তার পাশের রমজানের একতলা ভবনও ধসে পড়েছে।
বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার মানিকের আধাপাকা বাড়িও ধসে পড়েছে।এ তিনটি পরিবার তিনদিন ধরে পানিতে বাঁশের মাচা তৈরি করে বসবাস করছেন।
লাকি বেগম জানান, রাতে হঠাৎ ভবনের একপাশ ধসে পড়ে। এসময় শব্দ পেয়ে ঘরের সবাইকে নিয়ে এক কাপড়ে বাহিরে বের হতেই পুরো ভবন ধসে পড়ে।ঘর থেকে কিছুই বের করতে পারিনি।
পাশের বাড়ির রমজান মিয়া বলেন, লাকির বাড়ি ধসে পড়ার কিছুক্ষণ পর আমার ভবনও ধসে পড়ে।এখন খোলা আকাশের নিচে পানির ওপর মাচা তৈরি করে ৩ দিন ধরে বসবাস করছি।
মানিক মিয়া বলেন, পানি বাড়ির চারপাশে থাকলেও আমার ঘরে উঠেনি। কিন্তু হঠাৎই রাতে পুরো ঘরটা জাকুনি দেয়। এসময় ভূমিকম্প ভেবে ঘর থেকে পরিবারের সবাইকে নিয়ে বেরুতেই মুহুর্তে আমার আধা পাকা ঘরটি ধসে পড়ে পানিতে তলিয়ে যায়।
ব্যবসায়ী আলীম শেখ বলেন, ৩ দিন আগে রাতে বাড়ি ফেরার সময় দেখেছি রাস্তার কিছু নিচে পানি জমেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে পানি। আমাদের পূর্ব গোপালনগর এলাকায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে।
অসহায় এ পরিবারগুলোর মধ্যে অনেক দিনমজুর পরিবারও রয়েছে। এসব পরিবারে দ্রুত ত্রাণ পৌঁছানো প্রয়োজন।অনেকেই ঘরের ভিতর মাচা তৈরি করে বসবাস করছেন। আবার অনেকেই খোলা আকাশের নিচে উচু জমিতে চৌকির উপর বসবাস করছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, খবর পেয়ে বন্যদুর্গত এলাকাগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেছি।অসহায় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে দ্রুত ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy