তফিকুল ইসলাম,কালাই উপজেলা,প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাইয়ে বর্ষা কালিন সময়ে আবাদি ফসল আমন ধানক্ষেতে বালাই নাশক কীটনাশক স্প্রে করতে গিয়ে বেলাল হোসেন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে।নিহত কৃষক,বেলাল হোসেন পুনট ইউপির ভূগোইল গ্রামের ছফির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কৃষক বেলাল হোসেন তার আবাদি আমন ধান ক্ষেতে পোকায় আক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াই।ধানক্ষেতের পোকা নিধনে তিনি সকালে স্থানীয় বাজার থেকে পোকা নাশক কীটনাশক কিনে আনেন। বুধবার দুপুরে তার নিজ বাড়িতেই স্প্রে মেশিনে ক্রয়কৃত কীটনাশক মিশ্রিত পানি ভর্তি করে ধানক্ষেতে প্রয়োগ করার উদ্দেশ্যে চলে যান।ধানক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় তিনি তাহার মুখে কোন প্রকার সুরক্ষা কাপড় না বেধেই ধানক্ষেতটিতে কীটনাশক স্প্রে করা শুরু করেন।
কীটনাশক স্প্রে করার সময় ভ্যাপসা গরম ও ফাঁকা মাঠে থেমে থেমে দমকা হাওয়া বইতে শুরু করলে কীটনাশক মিশ্রিত পানি তার নাক, মুখ ও চোখে এসে পড়ে। কীটনাশক স্প্রে করা অবস্থায়ই কৃষক বেলাল হোসেন জ্ঞান হারিয়ে ধানক্ষেতেই লুটিয়ে পড়েন।
এসময় আশেপাশে থাকা স্থানীয় লোকজন ধানক্ষেতে কৃষক বেলাল হোসেনকে পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার অফিসার ইনচার্জ(ওসি)সেলিম মালিক কৃষক বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি জাতীয় দৈনিক সূর্যোদয়কে নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..