জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট নৌকা প্রতীক ও তার নিকটতম প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম জিলানী নির্বাচনে লড়ছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।সকাল থেকে ভোটারদের উপস্থিতি ব্যাপক দেখা মিললেও ধানের শীষের এজেন্টদের দেখা মিলেনি। তবে নৌকায় ভোট বাধ্যতামূলক বলে রায়পুর সরকারি কলেজের ভোট কেন্দ্রর কক্ষে প্রিসাইডিং কর্মকতার সামনে প্রকাশ্যে ঘোষনা দেন পৌর আওয়ামীলীগের এক সিনিয়র নেতা।
এ ঘটনার আগে ঐ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকতাকে তালাবন্ধ অবস্থায় পাওয়া যায়।পরে সংবাদ কর্মীদের কৌশলে তিনি তালাবন্ধ রুম থেকে বের হয়ে ভোট কক্ষে আসেন।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, নৌকার এজেন্টরা ধানের শীষ ও অন্যান্য এজেন্টদের জোরপূর্বকভাবে বের করে দেওয়ার ঘটনা ঘটে।প্রতিটি কেন্দ্রেই নৌকার এজেন্টরা নিজেরাই কালো পর্দায় ঢুকে ইভিএম বোতাম টিপে জোড়পূর্বক ভোট নিয়ে নিচ্ছেন।এসব বিষয়ে ভোটার ও এজেন্টরা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতা ও ম্যাজিস্ট্রেটদের জানিয়ে কোনো সুরাহা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এসব বিষয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায়,ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দিলেও গোপন বুথে ঢুকে পড়েন নৌকার এজেন্টরা।তারা নিজেরাই নৌকা প্রতীকের বোতাম টিপে নিচ্ছেন।পছন্দের প্রার্থীকে ভোট না দিতে পারায় এ নির্বাচনকে প্রত্যাখ্যান করে প্রহসনের নির্বাচন বলে উল্ল্যেখ করেন তারা।
পশ্চিম কেরোয়ার থেকে ভোট দিতে আসা আশির্দ্ধো বৃদ্ধা আলেমের নেসা বলেন- 'আমি সকালে ৭টায় আসছি, ধানের শীষ মার্কায় ভোট দিবো বলে এখনো ভোট দিতে পারিনি।'
মধুপুর কেন্দ্রর প্রিসাইডিং কর্মকতা শরীফ হোসেন বলেন- 'আমার কাছে এ সংক্রান্ত কোনো অভিযোগ আসেনি। তবে ভোটগ্রহণ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে চলছে!
এবিএম জিলানী বলেন-'আমাদের নেতা কর্মীরা ভোট দিতে পারেনি। ভোটের কোন পরিবেশ ছিল না। নৌকার লোকজন বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। তারা ভোটারদের ভোট নিজেরাই দিচ্ছে।'
তবে সকল অভিযোগ প্রত্যাখ্যান করে গিয়াস উদ্দিন রুবেল ভাট সাংবাদিকদের বলেন-'আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণে কাজ করছি।প্রকাশ্যে কোনো ভোট নেওয়া হয়নি।
এদিকে রায়পুর মার্চেন্ট কলেজে সকাল ৯ টায় ভোট দিতে আসেন জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মিজানুর রহমান।ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির কাজই মিথ্যাচার করা।সুন্দর,সুষ্ঠু ভোট গ্রহন চলছে।বিএনপির কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy