ধামইরহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
নিরেন দাস,সূর্যোদয় প্রতিনিধিঃ-
Facebook Twitter share
সহকর্মির সাথে বার বার নারী কেলংকারী ঘটনা, অনিয়ম, দূর্নীতী ও নানা অভিযোগ নওগাঁর ধামইরহাটের শহীদ আব্দুল জব্বার মঙ্গলবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও নারী শিক্ষিকা সুমাইয়া উম্ম শামছিরের বিরুদ্ধ মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষার্থী অভিভাবক, সুধী সমাজ ও এলাকাবাসীরা।
Surjodoy.com
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
The Daily surjodoy
এসময় বক্তব্য রাখেন, ওই প্রতিষ্ঠানের অভিভাবক আতাউর রহমান বাবু, ইকবাল হোসেন লেবু, স্থানীয় ইউপি সদস্য ওহদুজ্জামান, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জয়পুরহাট মডল প্রসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার সহ অন্যান্যরা।
The Daily surjodoy
বক্তারা বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক ও নানা অনিয়মের সংবাদ প্রচার বক্তব্য দেওয়ার জেরে হয়রানিমূলক একজন সাংবাদিক ও পাঁচজন শিক্ষকের বিরুদ্ধ মামলা অবিলম্ব প্রত্যাহার ও ওই শিক্ষকদের প্রতিষ্ঠান থেকে অপসারণর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply