আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে গর্ভধারিণী মাকে মারধর করায় আপন ছেলের বিরুদ্ধে থানায় মামলা করার পর নিরাপত্তা চেয়ে আরও একটি সাধারণ ডাইরী করেছে জাহানার আক্তার নামের ৭০ বছরের এক বৃদ্ধ মা।
জানা গেছে, উপজেলার সোমভাগ ইউনিয়নের কুলিন্দা গ্রামের জাহানারা আক্তারের (৭০)স্বামী প্রায় ২০ বছর পূরবে ২ মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যু বরণ করে। স্বামীর মৃত্যুর পরও ভালই চলছিল সংসার। একমাত্র ছেলে ইবনে সালাম বিবাহ করার কয়েক বছর পর থেকেই গর্ভধারিণী মাকে ভরণ পোষণতো দূরের কথা মাঝে মধ্যে মাকে মারধর ও করে।
মাকে ভরণ পোষণ এমনকি মারধর করায় বাড়িতে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে সালিশ বৈঠবে বসেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সালিশ বৈঠকেই ছেলে ইবনে সালাম বোন সাহিদা (৩৫) ও বোনের জামাই আবুল বাশার মোকছেদ (৫০)কে মারধর করে। এ ঘটনায় মা জাহানারা বাদী হয়ে ছেলে ইবনে সালামের বিরুদ্ধে চলতি মাসের ১১ তারিখে ধামরাই থানায় একটি দায়ের করে। পরে পুলিশ ইবনে সালামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
ছেলে ইবনে সালাম এ মামলায় আদালত থেকে জামিনে আসার পরই আবার মাকে মারধরসহ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মা জাহানারা নিরুপায় হয়ে শনিবার রাতে ধামরাই থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরী করে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন,
ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy