আনোয়ার হোসেন আন্নু. সাভার : ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি টেলিভিশন বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় দু'জনকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। গ্রেপ্তাররা হলেন সাংবাদিক জুলহাসের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন (৩৫) ও তার সহযোগী মোয়াজ্জেম (৩২)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, পারিবারিক কলহের জেরে জুলহাসের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম মিলে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ একাধিক দল নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। হত্যার সঙ্গে জড়িত দু'জনকেই গ্রেপ্তারে সক্ষম হয়। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy