আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের এস আই পরিচয় দিয়ে বিয়ের তিন মাসের মাথায় প্রতারক স্বামীকে শ্রীঘরে পাঠিয়েছেন এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে ধামরাইর পৌর এলাকার বরাতনগর মহল্লায়। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক সৈয়দ মুরাদ (৩০) নামের এ প্রতারক মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হিজলিয়া গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, গত তিন মাস আগ মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের এস আই পরিচয় দিয়ে ধামরাইর বরাতনগর এলাকার এক তরুণীকে বিয়ে করে মুরাদ। এসময় তার স্ত্রীকে
শ্বশুর বাড়িতেই রেখে বিভিন্ন ভাবে নির্যাতন চালাতেন তিনি। পরে সোমবার পুলিশের পোশাক পড়ে শ্বশুর বাড়িতে আসলে মুরাদের কথা বার্তায় সন্দেহ হয় স্ত্রীর। এসময় ‘তুমি কোন থানায় কর্মরত আছো? স্ত্রীর এমন প্রশ্নে তাকে মারধর করলে প্রতিবেশীরা এগিয়ে এপ্রতারক মুরাদকে গণপিটুনি দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আটক প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ের কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে প্রতারণার কাছে ব্যবহৃত পুলিশের পোশাকও উদ্ধার করা হয়। তার বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে বলেও বলেন তিনি।
তিনি আরো জানান, আটক ভুয়া পুলিশের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) সকালে ধামরাই থানায় মামলা দায়ের করে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy