আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস শ্রমিক মমতাজ (১৯) কে হত্যার এক মাস পরে হত্যাকারী শরিফ (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৪, সিপিসি-২ সদস্যরা।
মঙ্গলবার সকালে র্যাব চার প্রিভেনশন কোম্পানীর সাভার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানীর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, গত ৯ জানুয়ারী ধামরাইয়ের কেলিয়া গ্রামের গার্মেন্টস কর্মী মমতাজকে খুন করে এলাকার ভুট্টা ক্ষেতে ফেলে যায় শরিফ। থানা পুলিশ মমতাজের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। কিন্তু হত্যার রহস্য রয়ে যায় আড়ালে। নিহতের পরিবার অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করেন ধামরাই থানায়।
এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে হত্যার রহস্য উম্মোচন ও হত্যাকারীকে সনাক্ত করে। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোরে খুনী শরিফকে রাজধানীর কালসি এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
র্যাব আরও জানায়, নিহত ওই গার্মেন্টস শ্রমিক আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরী করতেন। পরে প্রতিবেশী যুবক শরীফ টাকা পয়সার লেনদেন নিয়ে মনোমালিন্য হওয়ায় পোশাক শ্রমিক মমতাজকে হত্যার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে ৯ জানুয়ারি পোশাক শ্রমিক মমতাজকে অপহরণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যা করে লাশ কেলিয়া এলাকায় ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
শরিফকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করেন র্যাব সদস্যরা। হত্যাকারী কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁককিস্তা গ্রামের অধিবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy