রেখা মনিঃ
ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন খালেদা জিয়া : চিকিৎসক
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন। শারীরিক অবস্থা ভালো আছে। গত চারদিনে তার জ্বর আসেনি। দুর্বলতা ছাড়া অন্য কোনো সমস্যা নেই।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা বুধবার রাত ১০টার পর গুলশানে তার বাসায় যান। এ সময় তারা সার্বিক খোঁজ-খবর নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তার শারীরিক দুর্বলতা আছে। তবে দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বুধবার খালেদা জিয়ার করোনায় আক্রান্তের ১৪ দিন শেষ হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ৯৯ আছে। চেস্ট ক্লিয়ার, কাশি নেই। ৩ দিন ধরে তাঁর শরীরে জ্বর নেই।
আগামী সপ্তাহে করোনা পরীক্ষা করা হবে। ফলাফল পাওয়ার পর বোর্ড সদস্যদের নিয়ে পর্যালোচনা করা হবে। চিকিৎসক হিসেবে বলতে পারি উনার অবস্থার উন্নতি হয়েছে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy