1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ধেঁয়ে আসছে শীত, বিপর্যস্ত জনজীবন
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা লোহাগড়ায় দুই ভাই হত্যার ঘটনায় আসামি ২৯ কারাগারে সাভারের সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ নড়াইলে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে সান্তনা (৩৫) নামের একজন গৃহবধুর মরদেহ উদ্ধার শেখ হাসিনাস সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে প্রসিকিউশনের চিঠি লোহাগড়ায় জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন গ্রেফতার

ধেঁয়ে আসছে শীত, বিপর্যস্ত জনজীবন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৭.২৩ পিএম
  • ১৬৩ বার পঠিত

রেখা মনি, নিজস্ব প্রতিবেদক

দিনে দিনে শীতের তীব্রতা বেড়েই চলছে উত্তর অঞ্চলের। এই শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনের শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক। সামনের সবকিছুই দেখা যায় ধোয়াশার মতো। গুড়িগুড়ি বৃষ্টির মতোই ঝরতে থাকে হিম কুয়াশা। এতে করে বৃদ্ধ ও শিশুদেরকে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবারের লোকজন। ঘন কুয়াশায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে চালকদের। রাস্তায় হেড লাইট জ্বালিয়েও কাটে না কুয়াশা। চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকায় চরম ঠান্ডায় কাজে বেরুতে পারছিলেন না অনেকেই। বেশি ভোগান্তিতে পড়েছেন ইটভাটার শ্রমিক ও সকাল সকাল কাজে বের হওয়া মানুষজন। সেই সাথে নদী তীরবর্তী ও চরাঞ্চলের প্রান্তিক মানুষের মাঝেও বেড়েছে দুর্ভোগ। শীত জনিত রোগের প্রকোপ দেখা যাচ্ছে প্রত্যন্ত এলাকায়। এছাড়াও গৃহপালিত পশুপাখি নিয়েও চরম বিপাকে পড়েছেন খামারীসহ অন্যান্যরা।

শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়তে দেখা গেছে। রংপুর জেলার তারাগঞ্জ ইউনিয়নের  এলাকার  শিক্ষার্থীরা জানায়, তারা সকাল ৮টার দিকে টিউশন করার জন্য বাড়ি থেকে বের হন। পথ চলতে গিয়ে তীব্র শীতে কোনো কিছুই দেখা যায় না। ঠান্ডায় পথ চলা কষ্টকর। তাই মাঝপথ থেকে বাড়ি ফিরতে হয়েছে তাদের। বর্তমানের চলমান সংকট পরিস্থিতিতে ঘন কুয়াশায় নিরাপত্তাহীনতার আসঙ্কাও করেন আরেক কলেজ ছাত্র _ছাত্রী।

রিকশাচালক জমির উদ্দিন, আবু সুফিয়ান জানায়, এই শীতের ঠান্ডায় অনেকই বাড়ি থেকেই বের হন না। তাই রিকশা নিয়ে বের হলেও তেমন যাত্রী পান না। ফলে আয়ও অনেকটা কমে গেছে তাদের।

এদিকে শীত আর চরম ঠান্ডার কারণে জমে উঠেছে মৌসুমী কাপড় ব্যবসাও। রাস্তার ধার, রাস্তার মোড়সহ বিভিন্ন অলিগলিতে এখন দেদারচে বিক্রি হচ্ছে শীতের কাপড়। ভিড় জমতে দেখা গেছে এসব দোকানে। ক্রোকারিজ ও হার্ডওয়্যার দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শীত বাড়তে থাকায় চাহিদা বেড়েছে ইলেক্ট্রিক কেটলি (ওয়াটার হিটার), হটপট ও গ্রিজারের। ব্যস্ততা বেড়েছে ধনুকারদেরও। ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও।

রংপুরের গংগাচড়া, মহিপুর ,বুড়িরহাট ,তারাগঞ্জ স্টেশন,   । চলতি মাসের শেষের দিকে এ অঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা আরও হ্রাস পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews