মুজাহিদ হোসেন,জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল পদের নিয়োগের প্রথম ধাপে বাছাই পরীক্ষা চলাকালীন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অপরাধে একজনকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশের এক বিবৃতিতে জানা যায়, ২৫ শে অক্টোবর নওগাঁ পুলিশ লাইন মাঠে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রথম ধাপের বাছাই পরীক্ষা চলাকালীন বেলা ১২.৪৫ ঘটিকার সময় পুলিশ লাইন নওগাঁর ১ নম্বর গেটের সামনে এক প্রতারককে আটক করেন।
আটককৃত প্রতারক নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা গগনপুর পূর্বপাড়া মৃত বারিক মন্ডল এর ছেলে মোহাম্মদ হাসান (৪৮) সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ টাকা লেনদেন কালে (৫০,০০০) হাজার টাকাসহ হাতে নাতে আটক হন ।
তবে অপরাপর সহযোগী এবং ভিকটিম টাকা প্রদানকারী সুকৌশলে লোকজনের ভিড়ের মধ্য দিয়ে পালিয়ে যান বলে যানা যায়।
পুলিশের বিবৃতি সূত্রে, প্রতারক হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ গ্রহন করা হইবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy