মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৬ জনের আহতের খবর পাওয়া গেছে।
আহতরা হলেন উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার পাল, ওই ইউনিয়নের হরিপুর গ্রামের সাজেদুল ও তার ছেলে শাকিব, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা, রানীনগর গ্রামের হারুন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন।
জানা যায়,১০ ই ডিসেম্বর শুক্রবার ওই ইউনিয়নের সমসপাড়ায় সাপ্তাহিক হাটবার। ভোটারদের মন জয় করতে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউলসহ নেতৃবৃন্দ নৌকা মার্কার প্রার্থী আব্দুল মান্নান মোল্লার পক্ষে ভোট প্রচারনায় যান। অপর পক্ষে আ’লীগ মনোনয়ন বঞ্চিত ঘোড়া মার্কার প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা কর্মী সমর্থক নিয়ে ওই হাটে ভোট প্রচারণা করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ১১ টায় বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। আর কোন ঘটনা যেনো না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy