প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:২৫ পি.এম
নওগাঁর আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঃ
নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে মতিষ পাহান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রবিবার বিকালে পার্শ্ববর্তী আত্রাই নদীর পশ্চিম পাশে শিমুলতলী সেতুর আনুমানিক ৪১০ গজ উত্তর দিকে বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ মতিষ পাহান উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়ন রসপুর গ্রামের মৃত শুকরা পাহানের ছেলে।
এলাকাবাসী জানায়, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy