মুজাহিদ হোসেন (নওগাঁ) :
নওগাঁর পত্নীতলা বিজিবির সহায়তায় দীর্ঘ ১২বছর পর হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেলেন ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। সোমবার দিবাগত রাতে ভারতীয় সীমান্ত পিলার ২৬০/৭-এস এর নিকট দিয়ে ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন ডাংগী বিএসএফ ক্যাম্পের নিকট হতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর বিওপির বিজিবি সদস্যদের মাধ্যমে ১২বছর পূর্বে হারিয়ে যাওয়া ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী ছাবিনা এক্কা'র বাবা (শ্রী যতিন্দ্রনাথ, গ্রাম ও পোষ্ট-আগ্রাদ্বিগুন, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ) কে ফিরে পেলেন।
১৪ বিজিবি এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, উক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে ১২বছর পূর্বে বাড়ি থেকে হারিয়ে যায়। গত ২১ ফেব্রুয়ারি মহিলা ভাইস চেয়ারম্যান লোক মারফত জানতে পারেন যে তার বাবা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানাধীন রায়নগর গ্রামের মন্দিরে অবস্থান করছে। বর্ণিত এলাকাটি পত্নীতলা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি মহিলা ভাইস চেয়ারম্যান পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ককে অবগত করেন এবং তার বাবাকে ভারত হতে ফিরিয়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন বিষয়টি অবগত হওয়ার পর প্রতিপক্ষ ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্টের সাথে হারিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে দেওয়ার জন্য মানবিক সহযোগিতা কামনা করেন।
সে মোতাবেক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি অধিনায়ক বুদ্ধিদীপ্ত ও কৌশলগত হস্তক্ষেপের মাধ্যমে বিজিবি’র সহায়তায় দীর্ঘ ১২ বছর পর ফিরে পেলেন তার বাবাকে। দীর্ঘ দিন পর বাবাকে খুঁজে পাব তা কখনো কল্পনা করিনি, ‘‘মহান সৃষ্টিকর্তা অশেষ কৃপায় বিজিবি’র সহায়তায় আমি আমার বাবাকে ফিরে পেয়েছি’’ এমন মন্তব্য করে আবেগ-আপ্লুত হয়ে পড়েন মহিলা ভাইস চেয়ারম্যান বলেও জানান বিজিবি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy