মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চন্দননগর ইউনিয়নের গণেশপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে উজ্জ্বল (২৭) ও সাইদুর রহমানের ছেলে মিলন(৩০)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চন্দননগর কলেজ এলাকায় মাদক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে দুজন। পরে পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাদের আটক করে। আটককৃত ওই আসামীদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy